২ বছরের শিশু থেকে ৭৩ বছরের বৃদ্ধা কারো রেহাই নেই


আপনাকে! হ্যা আপনাকে বলছি!! এড়িয়ে যাবেন না,,,,,, 

আজ কাল পত্রিকায় একটা বিষয় বেশ সাজিয়ে গুছিয়ে লেখা হচ্ছে।
 

klবিষয় টি হচ্ছে নারী ধর্ষন‬ । ২ বছরের শিশু থেকে ৭৩ বছরের বৃদ্ধা কারো রেহাই নেই। সুযোগ পেলেই হায়েনার দল ঝাপিয়ে পরে কাচা মাংস খেতে।

 
আর কিছু লোক আছে যারা পত্রিকা পড়ে শুধু ধর্ষনের খবর পড়ায় জন্য, পত্রিকা পড়ার স্টাইল দেখে মনে হয় তারা কোন চটি বই পড়ছে। পড়েই তারা খান্ত থাকে না, সব থেকে ভয়ংকর ধর্ষনের খবরটি তাদের মুখরোচক গল্পে পরিনত হয়।
অনেকে আবার অসহায় নারীটার দোষ দিতে শুরু করে। সবাই এই দলের নয়, কিছু লোক আছে যারা এসব কাজের নিন্দা জানায়। তারা এ সকল মা, বোন দের প্রতি সহানুভূতি দেখায়। আর কিছু লোক এ সকল কাজের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানায়। ঐ সব পশু দের মধ্যে অনেকের বিচার হয়, আবার অনেকেই মুক্তি পায়,,,,, এ সব কাজের পুনরাবৃত্তি ঘটতেই থাকে। অনেক সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠান এ বিষয়ের উপর কাজ করে থাকে। তারা এ সকল কাজের বিরুদ্ধে মিছিল, মিটিং, মানব বন্ধন করে থাকে। এর ভয়াবহতা তুলে ধরতে তারা পোস্টার, ব্যানার ও বিভিন্ন গন-মাধ্যমের সহায়তা নিয়ে থাকে। সবাই একটি কথাই বলে, শিশু ও নারী নির্যাতন বন্ধ কর। কিন্ত, কেন এই আনাচার? এই পৈশাচিক কাজের কারন কি? এই কথাটা কেউ বলেনা,,,,, নিচে এই পৈশাচিক কারন গুলো থেকে কিছু তুলে ধরলাম,,,,,   ‪‎প্রশাসনিকদুর্নীতি - আমাদের দেশের প্রশাসন বিভাগ দুর্নীতিতে ছেয়ে গেছে, ঘুষের মাধ্যমে অনেক অপরাধী ছাড়া পাচ্ছে। ফলে সকল অপরাধ বেড়েই চলছে।

বিচার বিভাগের দুর্বলতা‬ - আমাদের দেশের বিচার বিভাগ অনেক দুর্বল, ফলে অপরাধীদের বিচারের অভাবে তারা তাদের অপরাধ চালিয়ে যাচ্ছে।
অপ‬ সংস্কৃতি - বিভিন্নভাবে আমাদের সমাজের মধ্যে অন্যান্য দেশের সংস্কৃতি ঢুকে পড়েছে, ফলে এ সকল অপ-কর্মের সৃষ্টি হচ্ছে।

প্রযুক্তির অপ‬ ব্যবহার - প্রযুক্তির সুফলের ফলে আজ আমরা অনেক উন্নত, কিন্ত এই প্রযুক্তিই খুব সহজেই আমাদের কাছে পৌছে দিচ্ছে বিভিন্ন প্রকার পর্নগ্রাফি। যার ফলে অপরাধ বেড়েই চলছে।
অবাধ স্বাধীনতা - বর্তমান সময়ে আমরা স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতাকে বুঝি, এর ফলে অপরাধ বেড়েই চলছে।   এরকম আরো অনেক কিছু এ সকল অপরাধের জন্য দায়ী। আমার প্রশ্ন কবে ঠিক হবে এ গুলো।  

কাঠ পুতুল‬

Post a Comment

নবীনতর পূর্বতন