কথায় নয় কাজেও দেখতে চাই......

বিষয় টা নিয়ে লিখব লিখব করে আজ লিখেই ফেললাম।
না সে কোনো মহান ব্যক্তি নয়।
তিনি একজন লেখিকা।
যার নাম আমরা সবাই জানি।
তাকে আবার ঘৃণাও করি।
যার লেখা যৌন অনুভূতি জাগ্রত করে।
যার লেখা আমাদের সমাজীকতাকে ছোট করে।
যার লেখা আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করে।
এই কারনেই তাকে এদেশ থেকে বিতারিত করা হয়েছে।
তিনি তসলিমা নাসরিন।।

তিনি এ দেশ থেকে বিতারিত তার দেখার কারনে।
কিন্ত তাতে কি কোনো ফল হয়েছে ?
বই মেলায় এমন কোনো স্টল নেই যেখানে তার বই বিক্রি হচ্ছে তা।
দেশের এমন কোনো পত্রিকা নেই যেখানে তার লেখা প্রকাশ হয় না।
তার প, ক, খ, লজ্জা, ভোমর কইও গিয়া প্রভৃতি বই এখনো বিভিন্ন বাংলাদেশী প্রকাশনায় প্রকাশিত হচ্ছে।
দেখার কেউ নেই।।
এবার বলি অন্য কথা, দেশের অনেক রাজনৈতিক নেতারা প্রকাশ্যেই ধর্ম বিরোধী কথা বলছেন।
করছেন রাষ্ট্রদ্রোহী কাজ।
দেখার কেউ নেই।।
কিন্ত কেনো ??
কোথায় গেলো দেশের বিবেক ?

কথায় নয় কাজেও দেখতে চাই......

Post a Comment

নবীনতর পূর্বতন