
- ভালো, তুমি,,,
- হ্যা, এই আছি আর কী,,
- ক্যান,,, আবার কি হলো,
- আচ্ছা একটা কথা বলবো,,
- বলো,,
- তুমি কি সত্যিই আমাকে আর ভালোবাস না,,
- দেখ, আমি তোমাকে আর কত বার বলবো আমি এখন আর তোমাকে ভালোবাসি না,,
- ভালোই যদি না বাস তবে আমার সাথে এত কথা বলো ক্যান ?
- জানিনা কেনো কথা বলি, শুধু জানি তোমার সাথে কথা বলতে ভালো লাগে ।
- তাই, তাহলে আজ থেকে তুমি আমার সাথে আর কথা বলবে না ।আমাকে আর কখনো ফোন দিবে না,,
- দেখ সৌরভ, আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারবো না।
- কেন থাকতে পারবে না, তুমি তো আমাকে ভালোই বাস না। আর কখনো আমাকে ফোন দিবে না,,,
এই বলেই ফোন কেটে দিল সৌরভ,,
তার দুচোখের পাতা ভিজে গেছে। এখন আর সে কাঁদতে পারে না, গত এক বছর ধরে সে অনেক কেঁদেছে।
এই তো কিছুদিন আগের কথা,,
মাত্র দুই বছর আগে,
একটা অনুষ্ঠানে প্রথম দেখাতেই নিষি কে ভালো লাগার কথা জানায় সৌরভ। তার পর থেকেই শুরু হয় তাদের ভালোবাসা। অল্প দিনের পরিচয়েই দুজন দুজনকে অনেক.ভালোবেসে ফেলে। বন্ধু মহলের সবর মুখে তাদের প্রেমের কথা শোনা যেত,,,,,
এভাবেই কখন যেন একটি বছর কেটে গেল,,,
হঠাৎ নিষির মধ্যে কিছু পরিবর্তন দেখা দিল। সে সৌরভের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলো। সৌরভ এ ব্যাপারে তাকে কখনো কিছুই বলত না। কিন্ত দিন দিন তার খারাপ ব্যবহারের মাত্রা বাড়তেই থাকল,,,
একদিন নিষি সৌরভকে বললো সে অন্য কাউকে ভালোবাসে। কথাটা শুনে সৌরভের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। সে নিষিকে বোঝানোর অনেক চেষ্টা করল, কিন্ত নিষির একটাই কথা, সে সৌরভকে ভালোবাসে না। এভাবে কেটে গেল আরো একটি বছর,,,,
সৌরভ বুঝে গেছে এভাবে চলতে পারে না। তাই সে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। নিষি ও মনে হয় এটাই চেয়েছিল, তাই সে সেই দিনের পর থেকে সৌরভের সাথে আর যোগাযোগের কোনো চেষ্টাই করেনি,,,
সৌরভ আজ বড় একা, তার পাশে কেউই নেই। অপরাধ তার একটাই নিষি কে ভালোবাসা। কিন্তনিষি, সে তো এখন মহা সুখে, তার নতুনভালোবাসার মানুষের সাথে আনন্দেই কাটছে তারদিন,,,,
সৌরভরা জন্মায় ভালোবেসে কষ্ট পাবার জন্য, আর নিষিরা পৃথিবীতে আসে কষ্ট দেবার জন্য,,,
নিষি ! হ্যা আপনাকেই বলছি !! "পৃথিবীর সব সৌরভ নীরবে কষ্ট সহ্য করার জন্য জন্মায়নি, কিছু সৌরভ আছে যারা প্রতিবাদও করতে পারে।"
#কাঠ_পুতুল
একটি মন্তব্য পোস্ট করুন