বুঝবে তুমি বুঝবে

আমার মনে কত জ্বলা; বুঝবে তুমি বুঝবে,
যখন তোমার ভালোবসা হারিয় তুমি খুজবে, তখন তুমি বুঝবে ৷৷

তোমার প্রেমে পাগল কেন, বুঝবে তুমি বুঝবে
যখন তুমি অন্যের মাঝে নিজের পৃথিবী খুজবে, তখন তুমি বুঝবে ৷৷

আমার ঘুম কোথায় গেল, বুঝবে তুমি বুঝবে
যখন তোমার চোখের তারায় রঙ্গিন স্বপ্ন ভাষবে, তখন তুমি বুঝবে ৷৷

আমার হাসি কোথায় গেল, বুঝবে তুমি বুঝবে
যখন তোমার ভালোবাসা অন্যের ছবি আঁকবে, তখন তুমি বুঝবে ৷৷

আমার চোখে জ্বল কেন, বুঝবে তুমি বুঝবে
যখন তোমার মনের মানুষ অন্যের হাত ধরবে, তখন তুমি বুজবে ৷৷

বুঝবে তুমি বুঝবে তখন তুমি বুঝবে।।

Post a Comment

নবীনতর পূর্বতন