প্রকৃত ভালোবাসা (A true History)



একটি ছেলে ছিল যে সব সময় রাজনীতি, মিছিল, মিটিং, বন্ধুদের সাথে আড্ডা নিয়ে ব্যস্ত থাকত।
সামান্য কথায় মানুষকে পেটানো, ছোট ছোট ব্যাপারে সিরিয়াস হওয়া ছিল যার স্বভাব।
কাউকেই সে কেয়ার করতো না।
প্রতিদিনই কোন না কোন ব্যাপার নিয়ে তার বাসায় নালিশ আসত।


হঠাত পাশের এলাকার এক মেয়েকে দেখে তার খুবই ভালো লাগলো। নিজের অজান্তেই ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবেসে ফেলল। কিন্ত ছেলেটি মেয়েটির সামনে গিয়ে তাকে তার মনের কথা বলতে পারত না, কারন তার সামনে গেলে কিসের একটা ভয় ছেলেটিকে ঘিরে ধরত।
মেয়েটি কিন্ত জানত, যে ছেলেটা তাকে অনেক ভালোবাসে কিন্ত ছেলেটির প্রতি তার কোন ভালোবাসা কখনো অনুভব হয়নি বরং সে ছেলেটিকে অপছন্দই করতো।
ছেলেটা যখনই মেয়েটির সাথে কোন কথা বলতে চেষ্টা করতো মেয়েটি তখনই তাকে বিভিন্ন কথা বলে অপমান করতো।
কিন্ত এর পরেও মেয়েটির সকল বিপদে তার অজান্তেই ছেলেটা তাকে সাহায্য করতো।
ছেলেটা ধীরে ধীরে মেয়েটির চোখে ভালো হবার জন্য তার ভালোবাসা পাবার জন্য রাজনীতি, মিছিল, মিটিং, আড্ডা, মারামারি সব কিছু থেকে দূরে সরে যেতে লাগলো।
এভাবে ৬টা বছর অতিক্রম হয়ে গেল কিন্ত মেয়েটির মনের কোন পরিবর্তন হলো না।
একদিন ছেলেটা বুঝতে পারল যে মেয়েটা তাকে কোন দিনই ভালোবাসবে না। এ কারনে সে মেয়েটির থেকে দূরে চলে যেতে চাইল।
ছেলেটির বন্ধুরা সবাই জানত যে ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে তাই তারা চিন্তা করলো ছেলেটা হয়তোবা কোন দুর্ঘটনা ঘটাবে।
তাই তারা ছেলেটিকে নানান ভাবে শান্তনা দিতে লাগলো।
তখন ছেলেটা তার বন্ধুদের বললো, তোমরা কেন আমার জন্য এত চিন্তা করছ। আমি তো কোন কিছু হারাইনি কারন আমি তো কখনো তাকে বা তার ভালোবাসা পাই ই নি যে তা হারিয়েছি বরং সে আমাকে হারিয়েছে যে তাকে অনেক অনেক অনেক বেশি ভালোবাসত।
সুতরাং আমি কাঁদবো কেন, কাঁদলে সে ই কাঁদবে যে হারিয়েছে।
আর আমি জানি সে কখনই কাঁদবে না,
সে যদি কখনো কাঁদে তখন কিন্ত তোমরা আমাকে থামিয়ে রাখতে পারবে না।
কারন আমি তাকে ভালোবাসি,
তাই আমি চাই সে যেখানেই থাকুক যার সাথেই থাকুক সুখী থাকুক ভালো থাকুক।
আমি তাকে আগেও ভালোবাসতাম এখনো ভালোবাসি ভবিষ্যতেও ভালোবাসে যাবো............

Post a Comment

নবীনতর পূর্বতন