বিস্মৃতির বাসষ্টান্ড

 হ্যা ! তোমাকেই বলছি !!

বিস্মৃতির বাসষ্টান্ডে দাড়িয়ে থেকেছি অনন্ত কাল,

দাড়িয়ে থেকেছি আধার পুরের বাসের প্রতিক্ষায় ৷৷



বার বারই নিমজ্জিত হয়েছি অন্ধকারের অতল গহব্বরে ৷


কেউ হাতছানি দিয়ে পথ দেখায়নি,
অন্ধকারে ডুব সাতার কাটছি আজো ৷৷

ঠিক এই মুহূর্তে এলে তুমি,
রাতের সমুদ্রে আকাশের তারার মত পথ দেখালে ৷৷

ভোরের নতুন সূর্যর আলোয়,
বার বারই হোচট খাচ্ছি আমি৷

কি করবো বলো, “অন্ধকারেই যে পথ চলতে অভ্যস্ত ৷”

শক্ত করে ধরে রাখ আমাকে
নাহলে যে হারিয়ে যাব আরো গভিরে ৷৷

Post a Comment

নবীনতর পূর্বতন