আমি সেই চাঁদ যার যার কোনো আকাশ নেই

আমি সেই চাঁদ যার যার কোনো আকাশ নেই,
সেই নির্ঘুম রাত, যার নেই কোনো শেষ।
সেই অতৃপ্ত মন আমি, যার অনুভূতি শুন্য,
আমি যুদ্ধাহত সৈনিক, বেঁচে আছি এটাই বেশ।।
.
আমার নতজানু হৃদয় তবু উন্নত শির,
আমি ভিতু নই, আমি নই কোনো বীর।।
.
আমি বেদুঈন, আমি হারিয়ে ফেলেছি নিজেকে
চিরচেনা পথ তপ্ত মরুভূমিতে, আমি ক্লান্ত;
তৃষ্ণার্ত আমি, মরীচিকায় খুঁজেছি তৃষ্ণার জল
আমি অনেক পথ ঘুরেছি, আজ আমি পরিশ্রান্ত।।
.
আমার ভঙ্গুর হৃদয় তবু বিক্ষুব্ধ মন,
আমি একা নই, আমি নই কারো আপন।।


Post a Comment

নবীনতর পূর্বতন