কষ্টের উৎস

কষ্ট হলো ভালোবাসার এক ধরনের বহিঃপ্রকাশ। 
কারন, ভালোবাসার মানুষই হলো কষ্টের উৎস। 

তুমি যাকে ভালোবাস না তার কাছথেকে কষ্ট পাবার প্রশ্নই আসে না। 
সুতরাং, যেখানে ভালোবাসা নেই যেখানে কষ্ট ও নেই।। 

তাই বলে ভয় পাবার কিছুই নেই। 
কারন, কষ্টের পরেই সুখ অপেক্ষা করছে তোমার জন্য।। 

এজন্যই তো কবী বলেছেন, -

"কাটা হেরি ক্ষান্ত কোনো কমল তুলিতে, 
দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে।।"

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন